Trends

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ইসলামি ইতিহাসের, বেস্ট তার্কিশ সিরিয়াল-দিরিলিজ আরতুগুল | Rahe Modina


"দিরিলিজ আরতুগুল" দেখেন নি এখনও?

ইসলামি ইতিহাসের, বেস্ট তার্কিশ সিরিয়াল।অমর গাথা এক তুর্কি বীরের সত্য ঘটনাবলির উপর নির্মিত, তুর্কি জাতীর যাযাবর গোত্র "কায়ী"দের জীবন বৈচিত্র্য, যুদ্ধ-সংগ্রামের বাস্তব চিত্র। যার প্রধান চরিত্র 'আরতুগুল'।

*** বিশেষ ঘোষনাঃ
{{হাদিসে এক মুসলিম বীর সরদারের কথা বলা আছে যে বাইজেন্টাইন দুর্গ জয় করে ইসলামের পতাকা উড়াবে। (মেহমেদ ফাতিহ ১৪৫৩)।
নবীজী (দঃ) এর পবিত্র ঐশী মুখে যে নাম ও ভবিষ্যদ্বাণী ঘোষনা হয়েছিল, সেই বীরের পুর্ব পুরুষ এই সিরিয়ালের আর্তুগুল।
আর্থাৎ আর্তুগুলের বংশের সন্তান "সেই বীর"।
এই গোত্র বা বংশে নবুয়াতি নজর পড়েছিল।}}

পরিচালক মেহমেদ বোযদাক।
প্রতি ভলিউম ৭ লাখ ডলার খরচ পড়েছে,
মোট ১৫০ ভলিউম, ৩৮০ ঘন্টার সিরিজ।
যা ৫টি সিজনে প্রচার করা হয়েছে, হলিউডের সেরা সব করিওগ্রাফ কাজে লাগানো হয়েছে।

ইতিহাস, সেলজুকি,আইউবি,ওর্গুজ-তুর্কি
মংগল,খ্রিষ্টীয় বাইজেন্টাইন, নাইট;
প্রাচিন গোত্রীয় শাসন-ঐতিহ্য, যাযাবর জাতি,নেতা-নেতৃত্ব,দুর্গ,রাজপ্রাসাদ,
সুলতান, যুবরাজ,আমীর,যুদ্ধ,আগ্রাসন
রাজা-রাজত্ব-রাজনীতি, সাহসিকতা,বীরত্ব, শত্রুতা-বিশ্বাসঘাতকতা; আরো আছে

কুটনীতি,কুটচক্র,গুপ্তচর,ষড়যন্ত্র,পৈচাশিকতা, প্রাসাদ ষড়যন্ত্র,ফিতনা,গুজব,তাবু সংস্কৃতি, নেতৃত্ব, নেতা নির্বাচন, রাষ্ট্র বিন্যাস,
রাষ্ট্রের ভিত্তি প্রস্তর-সৃষ্টি-ধ্বংস;;

জ্ঞান-বিজ্ঞান, প্রেম-ভালোবাসা,আনুগত্য,
বিচার-আদালত, ধর্ম, আদর্শ, উপলব্ধির বিশাল সমুদ্র। আছে রহস্যময় সিন্দুক,জেরুজালেম।
ঐতিহাসিক বিখ্যাত বিভিন্ন চরিত্রের সাথে,

"শায়েখ মুহিউদ্দিন ইবনে আরাবী" (রঃ)
হাতেমী তায়ী (বংশ)" এর দেখা পাবেন।
বুঝতেই পারছেন তাসাউফ আর দর্শনের ঝর্না লুকিয়ে আছে, সিরিজটির পদে পদে।
দেখলে গড়ন হবে। মনন হবে। পুনর্গঠন হবে।

সিরিজটি মোট ৫ সিজন।
বাংলা ডাবিং মাছরাঙা টিভি; ১ম ২য় সিজন।
বাকি ৩ সিজন বাংলা সাব-টাইটেল।
ফেসবুকের কয়েকটি পেজে পাওয়া যায়।
যারা ইংরেজিতে স্বচ্ছন্দ্য বোধ করেন,
৫টি সিজন পাবেন নেটফ্লিক্সে।

আমি সাধারণত কোন কিছুই দেখি না।
এক ভাই দেখা শুরু করল। বলল, দেখো। দেখোই দেখো। ব্যাখ্যা করল, কেন দেখা উচিত।
এরপর দেখি কাজিনরা দেখছে।
কথাবার্তা পরিবর্তন হয়ে গেল তাদের।

যে কথা বলে আসছি বহুদিন ধরে,
সে কথা আমাকে শোনানো শুরু করল।
একজন মানুষ চেষ্টা করলে হাজার বছরের জন্য পৃথিবীকে বদলে দিতে পারে। একজন মানুষ ভাল হয়েও, নীতির বাইরে না গিয়েও, মানবিক হয়েও অমানবিক এবং খারাপের সাথে ডিল করতে পারে। একজন মানুষ একটা কিছু তৈরি করে দিয়ে যেতে পারে, যেটার জন্য কোটি কোটি মানুষ উপকৃত হতে থাকবে।

এবং, সূফি চেতনার টিভি সিরিয়াল হতে পারে। প্রতি পলে সূফি চেতনা ঠিকরে বেরোয়,
ক্ষণে ক্ষণে উম্মাহ-সুন্নিয়তের মনোভাব প্রকাশ পায়। বারবার মনে হচ্ছিল দেখি, দেখি।
দেখা শুরু করলাম। অসাধারন।

জানি না, আরতুগুল সিরিজটি টিভিতে দেখানো বন্ধ হল কেনো।
কেউ বলে কট্টরবাদীরা বন্ধ করিয়েছে,
জামাতি-সালাফি পক্ষরা। আমার তা মনে হয় না, আমার মনে হয় ‘অসাম্প্রদায়িক-মুক্তমনা’ নামধারী ইসলাম বিদ্বেষী উইং কাজটা করেছে। যারাই করেছে, বড় সফল হয়েছে।
এখন তো আবার ইনজাংকশনও জারি করেছে, সরকারি অনুমতি ছাড়া কোন সিরিয়াল যেন দেখানো না হয়।
অর্থাৎ সামনেও এসব কন্সট্রাক্টিভ জিনিস
টিভিতে দেখা আর কপালে থাকলো না।

দেখুন, বদ্ধ ডোবায় দোলা লাগবে।
জমাট কূপ থেকে উথলে উঠবে পরিচ্ছন্ন পানি। চিন্তা বদলানো দরকার, চিন্তা বদলাবে।
অনুভুতি আনা দরকার, উপলব্ধি বাড়ানো দরকার, উপলব্ধি বাড়বে।
সিরিয়াল করে দেখবেন, উত্তেজনায় আগের পর্ব দেখতে যাবেন না।
আপনার ধন্যবাদ প্রত্যাশায় থাকলাম।

Rahe Modina

Post a Comment

0 Comments